November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

জাপানের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ‘হাওয়া’!  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জাপানের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ‘হাওয়া’! কৌটোয় ভরা বাতাস নাকি হেইসেই যুগের! জানা গেছে, এক কৌটো ‘হওয়ার’ দাম নাকি ৯০০ টাকা। সূত্রের খবর, জাপানের বর্তমান সম্রাট আকিহিতো এই মাসের ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করবেন। ১৯৮৯ সালের ৮ জানুয়ারি জাপানের রাজসিংহাসনে অসিন হন তিনি। তার এই ২৯ বছরের সময়কালকেই ‘হেইসেই’ যুগ বলা হয়। ফলে কৌটাভর্তি যে বাতাস বিক্রি হচ্ছে, সেটা মূলত এই সময়কারই বাতাস।

১২৬ তম রাজা হিসেবে আগামী ১ মে সিংহাসনে বসবেন তার বড় ছেলে নারুহিতো। তার শাসনকালকে বলা হবে ‘রেইওয়া’ যুগ। বাতাস বিক্রি করছে জাপানের হেসো প্রডাকশন। কোম্পানির প্রধান মিনোরু ইনামোতো বলেন, ‘আমরা চাই মানুষ নতুন যুগে প্রবেশ করার পরেও যেন হেইসেই যুগের নির্মল বাতাসের মাধ্যমে প্রাণভরে শ্বাস নিতে পারে। অনেকে স্মরণীয় করে রাখতেও সংগ্রহে রাখতে পারে এটা।’ ওই কৌটার মধ্যে বাতাস ছাড়াও পাঁচ ইয়েনের একটি কয়েন রয়েছে। যাকে দেশের সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

Related Posts

Leave a Reply