রানওয়ে থেকে সোজা হ্রদে ছিটকে গিয়ে পড়লো এয়ার নিউ গিনি’র যাত্রীবাহী বিমান!
কলকাতা টাইমসঃ
মাইক্রোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান শুক্রবার রানওয়েথেকে ওড়ার সময় প্রশান্ত মহাসাগরের অগভীর একটি হ্রদে ছিটকে পড়ে। যদিও এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
বিমানবন্দর কর্তা জিমি এমিলিও’র উদ্ধৃতি দিয়ে প্যাসিফিক ডেইলি’র খবরে বলা হয়, এয়ার নিউ গিনি’র বিমানটি ওয়েনো বিমানবন্দরে অবতরণের উদ্দেশে যাত্রা শুরু করে চৌক উপহ্রদে পড়ে যায়। এমিলিও বলেন, ৩৬ জন যাত্রি ও ১১ জন ক্রু-এর প্রত্যেকেই নিরাপদে রয়েছে। তাদের কেউই গুরুতর আহত হননি বলে জানা গেছে। তবে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আধডোবা বিমানটির যাত্রীদেরসাহায্যের জন্য স্থানীয়দের নৌকা নিয়ে এগিয়ে আসতে দেখা গেছে।এয়ার নিউগিনি পাপুয়া নিউ গিনির জাতীয় এয়ার লাইন। জানা গেছে, পাপুয়া নিউ গিনি সরকার এই দুর্ঘটনার জন্য তদন্ত কমিশন গঠন করেছে। ঘটনাস্থলে একটি দল পাঠানোর প্রস্তুতিও গ্রহণ করছে তারা।