লেকের জলে মাছ ছাড়তে বিমান!
কলকাতা টাইমসঃ
বিমান থেকে হাজার হাজার মাছ ফেলা হলো লেকে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে আমেরিকার পশ্চিমের ইউতাহর একটি লেকে। সেখানে এভাবেই মাছ ফেলা হয়। লেক কতৃপক্ষের বক্তব্য এই ভাবে মাছ ছাড়লে প্রায় ৯৫ শতাংশ মাছই জীবিত থাকে।
ইউতাহর বোল্ডার মাউন্টেন অঞ্চলের এই লেকে ট্রাউট মাছ ফেলা হয়েছে। ছোট আকারের এই মাছগুলো আকাশ থেকে জলে ফেলতে তেমন কোনো সমস্যা হয় না। অন্য কোনো উপায়ে ফেলতে গেলে তার ঝামেলাও যেমন বেশি, তেমনি বহু মাছের মৃত্যু ঘটে।