February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

সালমান খানকে সবচেয়ে ‘সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস ম্যান’ হিসেবে করতেন ঐশ্বরিয়া  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রাক্তন বিশ্ব সুন্দরী। গুঞ্জন রয়েছে, তার রূপে মুগ্ধ হয়েই পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সালমান খান। এরপর সম্পর্ক গড়েন ঐশ্বরিয়ার সঙ্গে। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সালমান খান এখনও ব্যাচেলার থাকলেও অভিষেক বচ্চনকে বিয়ে করে পুরোদস্তুর সংসারী ঐশ্বরিয়া। তারপরও তারা একসঙ্গে খবরের শিরোনাম হন। এই যেমন, সালমানের সঙ্গে সম্পর্কের আগে ঐশ্বরিয়া তার সম্পর্কে কি বলেছিলেন?

১৯৯৯ সালে অভিনেত্রী, সঞ্চালিকা সিমি গারওয়াল-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে মুখোমুখি হন ঐশ্বরিয়া। যেখানে সালমান খানকে সবচেয়ে ‘সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস ম্যান’ হিসেবে মন্তব্য করেন তিনি। এদিকে সলমন খানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। কিন্তু, সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। শেষে অভিষেক বচ্চনকে বিয়ে করে আপাতত বচ্চন বাড়ির বৌ তিনি।

 

Related Posts

Leave a Reply