January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

হানিমুন থেকে পালিয়েছিলেন অজয়! কিন্তু কেন ? 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

৯৯৯ তে বিয়ে করেছিলেন অজয় দেবগণ এবং কাজল। বিয়ের পর হানিমুনে গোটা পৃথিবী ঘোরার প্ল্যান করেছিলেন দম্পতি। কিন্তু মাঝপথেই পালিয়ে এসেছিলেন অজয়! এতদিন পর সেই গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল। কাজল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের আগেই তিনি অজয়কে বলেছিলেন, হানিমুনে গোটা পৃথিবী ঘুরতে চান তিনি। সেই প্ল্যান মতোই বিয়ের পর ৬০ দিন, অর্থাৎ দু’মাসের জন্য বেরিয়ে পড়েন দম্পতি। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে ঘুরছিলেন তারা। হঠাৎ ছন্দপতন। ঠিক কী হয়েছিল?

কাজলের কথায়: ‘আমরা তখন গ্রিসে। মাত্র ৪০ দিন হয়েছে ঘুরছি। অজয় একটু ক্লান্ত ছিল। একদিন সকালে আমাকে বলে, ওর জ্বর হয়েছে, মাথায় প্রবল ব্যথা, আমি বলেছিলাম ওযুধের ব্যবস্থা করছি। কিন্তু ও সমানে বলে যাচ্ছিল, ওর শরীর খুব খারাপ। তখন আমি জানতে চেয়েছিলাম, কী করলে ঠিক হবে? সঙ্গে সঙ্গে ও বলেছিল, বাড়ি চল।’

কাজল শেয়ার করেছেন, মাথাব্যথার জন্য গ্রিস থেকে হঠাৎ বাড়ি আসার কথা কেন বলেছিলেন অজয় তা তিনি বুঝতে পারেননি। খুবই অবাক হয়েছিলেন। কিন্তু অজয় এতটাই ক্লান্ত ছিলেন যে হানিমুনের মাঝপথে পালিয়ে এসেছিলেন! এত দিন পর এ কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Related Posts

Leave a Reply