January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

নিজের বিয়ের দিনটাই বেমালুম ভুলে গেলেন অজয় !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিজের বিবাহবার্ষিকীর দিনই ভুলে গেলেন অজয়। একবার শুধরে নিয়ে যেটা বললেন, সেটাও ভুল। তাও আবার কাজলের সামনেই।

বলিউড সুপারস্টার অজয় দেবগনের এমন হাল জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ। বলিউড পরিচালক কর্ণ জোহরের এই শোয়ে অজয়-কাজলের শুটিংয়ের খবর সামনে এসেছিল কিছুদিন আগেই। সেই শোয়েরই একাধিক প্রোমো টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। ফেসবুক-টুইটারে ছবি পোস্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় লাগানো নিয়ে কাজলকে রীতিমতো ট্রোল করে ছেড়েছেন অজয়। করণের একটি প্রশ্নের উত্তরে অজয় বলেন, ‘‘ছবি তোলাটা সমস্যা নয়। সমস্যা হল পোস্ট করার জন্য সেই ছবি নিয়ে তিন ঘণ্টা ধরে বসে কারেকশন করা। ও তো আগে এরকম করত না। এই বুড়ো বয়সে এসে এরকম!

কাজল অজয়কে বলেন, ‘‘বুড়ো হতে পার তুমি, আমি নই।’’ অজয়কে কর্ণ প্রশ্ন করেন, ‘‘বাড়িতে নিশ্চয়ই কাজল বলে আর আপনি শোনেন।’’ অজয়ের সহাস্য জবাব, ‘‘উনি বলেন, আর আমি শুনি না।’’ কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে বিয়ের প্রসঙ্গ। বিয়ের দিন জিজ্ঞেস করতেই কার্যত তোতলাতে শুরু করেন অজয়। প্রথমে বলেন, ২২ ফেব্রুয়ারি। তারপর ২৩ ফেব্রুয়ারি। কিন্তু সেটাও ভুল ছিল। শেষে কাজল শুধরে দিয়ে বলেন, ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯।

 

Related Posts

Leave a Reply