November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ডোভালের গোপন কাজটি তাও কানাডায় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে চাঞ্চল্যকর দাবি দ্য ওয়াশিংটন পোস্টের। মার্কিন সংবাদপত্রটির দাবি,  গত সপ্তাহে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সিঙ্গাপুরে বৈঠক করেন ভারত-কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। সেখানে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে পাওয়া সমস্ত প্রমাণ ডোভালের কাছে তুলে ধরেন কানাডার উপদেষ্টা।   বৈঠকে ডোভাল ছাড়াও হাজির ছিলেন কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাটালি ড্রোনিন, উপবিদেশমন্ত্রী ডেভিড মরিসন এবং কানাডা পুলিশের এক উচ্চ আধিকারিক। সেখানে কানাডার তরফে ভারতকে জানানো হয়, নিজ্জর খুন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার জনসমক্ষে আসবে কারণ বিচারপ্রক্রিয়া শুরু হবে। ওই বৈঠকে কানাডার তরফে ভারতকে জানানো হয়, “আমাদের দেশে হিংসা ছড়ানো বন্ধ করুন”। ৬ জন ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে শিখদের খুন বা হুমকি দেওয়ার প্রমাণ মিলেছে বলেও ওই বৈঠকে দাবি করেন কানাডার প্রতিনিধিরা।

মার্কিন সংস্থার আরও দাবি, প্রথমে লরেন্স বিষ্ণোইকে চিনতেই পারেননি ডোভাল। তবে পরে মেনে নেন, জেলে বসেও যে কোনও স্থানে হিংসা ছড়ানোর ক্ষমতা রাখে এই কুখ্যাত গ্যাংস্টার। তবে প্রমাণ যাই থাকুক না কেন, কানাডার কোনও হিংসায় ভারতের যোগ থাকার দাবি মানা হবে না বলে সাফ জানিয়ে দেন ডোভাল।

তবে সেই অভিযোগও মানতে চাননি ডোভাল। তবে অতীতেও একাধিকবার ভারতের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছে কানাডা। কিন্তু কোনও প্রমাণ পেশ করতে পারেনি জাস্টিন ট্রুডোর প্রশাসন। যদিও মার্কিন সংবাদপত্রের দাবি, পর্যাপ্ত প্রমাণ নিয়েই ভারতের সঙ্গে বৈঠকে বসেছেন কানাডার প্রতিনিধিরা।

Related Posts

Leave a Reply