November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ইতিহাসের সরণিতে অক্ষর প্যাটেল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার সাথেসাথেই ইতিহাসের সরণিতে নাম লেখালেন অক্ষর প্যাটেল। নিজের অভিষেক বছরে সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার নিরিখে রডনি হগের রেকর্ড ছুঁয়ে ফেলেন অক্ষর। ১৯৭৮ সালে অজি পেসার ৩টি টেস্টে ৫ ইনিংসে ৫ উইকেট করে নিয়েছিলেন। ৪৩ বছর পর অক্ষর নিজের চার নম্বর টেস্টে সেই কৃতিত্ব অর্জন করেন।

এই নিয়ে টানা ৬টি ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট দখল করেন অক্ষর। একই সাথে তিনি ছুঁয়ে ফেলেন জনি ব্রিগসের নজির। এই তালিকায় তার আগে রয়েছেন কেবল চার্লি টার্নার, ওয়াকার ইউনুস ও মুরলিধরন। চার্লি টানা ৮ বার ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেছেন। ওয়াকার ও মুরলিধরন উভয়েই ৯ বার করে এমন কৃতিত্ব অর্জন করেন।

কানপুরের প্রথম ইনিংসের পর অক্ষরের সংগ্রহ দাঁড়ায় ৩২টি উইকেট। নরেন্দ্র হিরওয়ানি ভারতের হয়ে ক্যারিয়ারের প্রথম চারটি টেস্টে সবথেকে বেশি ৩৬টি উইকেট নিয়েছিলেন।

Related Posts

Leave a Reply