‘দা এন্ড’ ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমি নিচ্ছেন অক্ষয় !
কলকাতা টাইমসঃ
‘দা এন্ড’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। এই তথ্য প্রায় সকলেরই জানা। কিন্তু জানা আছে কি, এই ওয়েব ডেবিউর জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি ? অঙ্কটা সত্যিই চমকে দেওয়ার মতন।
বলিউডের ‘খিলাড়ি’ তার ওয়েব অভিষেক ‘দা এন্ড’-র জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তিন বছর ধরে মোট পর্যন্ত তিনটে সিজনে আসবে এই সিরিজটি। অক্ষয় কুমারের ‘কেশরী’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। প্রথম দুদিনে ছবিটি প্রায় ৩৮ কোটি টাকার ব্যবসা করেছে।