আগামীকাল ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কাতার বিশ্বকাপের আল খোর স্টেডিয়াম
কলকাতা টাইমসঃ
আগামীকাল ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কাতার বিশ্বকাপের আল খোর স্টেডিয়াম। সেদিন ই’ গ্রুপের জার্মানি-কোস্টারিকার ২২জন ফুটবলারকে সামলানোর দায়িত্বে থাকবেন তিন জন মহিলা রেফারি। জানা যাচ্ছে, এই ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ৩৮ বছর বয়সী ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সহযোগি হিসেবে থাকবেন ব্রাজিলের নেউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ। এই প্রমীলা ব্রিগেডই পুরুষদের বিশ্বকাপের আসরে প্রথম মহিলা রেফারি হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে চলেছেন।
প্রসঙ্গত, এই বিশ্বকাপের বাছাই পর্বে এবং চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও প্রথম মহিলা রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফ্রাপার্ট। এমনকি এই বিশ্বকাপের আসরে গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব বর্তে ছিলো তাঁর কাঁধে। এবারের বিশ্বকাপে ফিফার নির্ধারিত ৩৬ জন রেফারির প্যানেলে মোট পাঁচজন মহিলা রেফারিকে রাখা হয়েছে।