January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

৮৩ বছর বয়সে ফের বাবা হচ্ছেন ‘গড ফাদার’, অন্তঃসত্ত্বা ২৯ এর প্রেমিকা

[kodex_post_like_buttons]

আশি পার করা অস্কারজয়ী হলিউড সুপারস্টার জানালেন তিনি ফের বাবা হচ্ছেন। ৩ সন্তানের ‘গড ফাদার’ বেজায় খুশি পরিবারে নতুন সদস্য আসার খবরে। ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ অন্তঃসত্ত্বা। পেশায় প্রযোজক নূর বয়সে হলিউড সুপারস্টারের তুলনায় প্রায় ৫৪ বছরের ছোট।তিনিই আল পাচিনোর সন্তানের মা হতে চলেছেন।

উল্লেখ্য, গতবছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে পরিচয় করান আল পাচিনো। সেই বিশেষ দিনেই বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। এবার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন আল পাচিনো।

বয়সে ৫৪ বছরের ফারাক হলেও প্রেমের খামতি নেই যুগলের সম্পর্কে। অতিমারী কালেই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন নূর আলফাল্লাহ ও আল পাচিনো। সেই সময়ে শোনা যায়, তাঁরা নাকি লিভ ইন সম্পর্কেও রয়েছেন। যদিও দুজনের কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি। তবে আজকাল নাকি প্রেমিকাকে চোখে হারান অভিনেতা।

নূর আলফাল্লাহ নাকি এর আগেও ষাটোর্ধ্ব পুরুষের সঙ্গে প্রেম করেছেন। তবে নিন্দুকদের সেসব কথায় কান না দিয়ে হলিউডের চর্চিত এই যুগল এখন নতুন সন্তানের খবরে বেজায় খুশি।

Related Posts

Leave a Reply