January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘শহিদ’ আতিকের বদলা ভারত কাঁপাতে প্রস্তুত আল কায়দার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দ উপলক্ষে একটি সাত পাতার পত্রিকা প্রকাশ করেছে আল কায়দার প্রোপাগান্ডা প্রচারক সংবাদমাধ্যম ‘আস-সাহাব’। আর সেখানেই উঠে এসেছে ভারতে হামলার হুমকির কথা। গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ ‘শহিদ’ হয়েছেন। তাঁদের মৃত্যুর বদলা নিতে হামলা করা হবে ভারতে। 

‘আস-সাহাব’এ দাবি করা হয়েছে, ‘আমরা এখনও শোষণকারীদের হাতে বন্দি রয়েছি। টেক্সাস থেকে তিহার থেকে আদিয়ালা- আমরা সমস্ত মুসলিম ভাইবোনদের শিকলমুক্ত করব।’

পুলিশের সামনেই ১২টি বুলেটে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফের ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে পলাতক আতিকের স্ত্রী। তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছে। তিন হত্যাকারী লভলেশ, মোহিত ও অরুণ পুলিশি জেরার মুখে জানিয়েছে তারা সাংবাদিক সেজেই সেখানে প্রবেশ করেছিল। আর সেই ছদ্মবেশ ধরার আগে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল আততায়ীরা। জেরার মুখে অভিযুক্তরা এও জানিয়েছে, ১৪ এপ্রিলই আতিককে গুলি করে খুন করার মতলব ছিল তাদের। কিন্তু নিরাপত্তা দেখেই পিছু হটে তারা।

Related Posts

Leave a Reply