প্রকাশ্যে এলো কাতার বিশ্বকাপের জন্য তৈরী বল ‘আল রিহলা’

কলকাতা টাইমসঃ
১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস বিশ্বকাপ ফুটবলের বল তৈরি করছে। সেই তালিকায় এবার ১৪তম বারের মতো বল তৈরি করল তারা। বলটির নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা’। আরবি ভাষায় যার অর্থ ‘ভ্রমণ’। বলটি কাতারের সংস্কৃতি, স্থাপত্য, ঐতিহ্যবাহী নৌকা এবং পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয়েছে বলে জানা যাচ্ছে। একসময় এই নামেই বই লিখেছিলেন, মরক্কোর পরিব্রাজক ইবন বতুতা। ভ্রমণ আর জীবনের গল্পে ঠাসা সেই বইটার নামও ছিল ‘আল রিহলা।’
কাতার বিশ্বকাপে মেসি-নেইমার-রোনাল্ডো-এমবাপ্পেদের পায়ে পায়ে ঘুরবে আল রিহলা। ফিফার দাবি, ‘বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে এটি। তেমনভাবেই বলটির নকশা করা হয়েছে।’ বলটি নিয়ে বেশ আশাবাদী ফিফার স্পন্সর্ড ডিরেক্টর জঁ-ফ্রাঁসোয়া পাথি। তিনি বলেন ‘অ্যাডিডাসের তৈরি বলটি অত্যাধুনিক। বিশ্বের সেরা তারকারা এই বলে খেলা উপভোগ করবেন।