অবাক করল সন্ত্রাসবাদীদের প্লাস্টিকে নিষেধাজ্ঞা
কলকাতা টাইমস :
যে জঙ্গি সংগঠন পূর্ব আফ্রিকায় একের পর এক আত্মঘাতী হামলা এবং গণহত্যা চালিয়ে আসছে, তারাই জীবজগৎ রক্ষার উদ্যোগ নিয়ে অবাক করে দিয়েছে। আল কায়েদা অনুমোদিত সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাব প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
আল শাবাবের নিজস্ব রেডিও স্টেশন রেডিও আন্দালুস থেকে গত রবিবার ঘোষণা করা হয়, দক্ষিণ সোমালিয়ায় যেভাবে প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার ধারণ করছে, তাতে হাত গুটিয়ে বসে থাকা তাদের পক্ষে আর সম্ভব নয়।
ঘোষণায় আরো বলা হয়, এখনই প্লাস্টিক ব্যবহার বন্ধ না করলে মানুষ এবং অন্যান্য প্রাণীদের ভয়াবহ ক্ষতি হতে পারে।
আল শাবাবের প্রভাব যেখানে বেশি, সেই দক্ষিণ সোমালিয়ায় এর আগে পশ্চিমা গান-বাজনা, চলচ্চিত্র, স্যাটেলাইট চ্যানেল, স্মার্টফোন এবং মানবাধিকার সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে আল শাবাব।
তবে ঠিক কীভাবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে, সে ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে আল শাবাব।