January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

টেস্ট ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের মাইলফলকে অ্যালিস্টার কুক

[kodex_post_like_buttons]

ওয়েব ডেস্ক: সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা- পাঁচ কিংবদন্তিকে ডজ করে অবশেষে গোল করলেন অ্যালিস্টার কুক। ক্রিকেট বিশ্বের এই উজ্জ্বল নক্ষত্র ‘অল টাইম গ্রেট’দের সরিয়ে ১২ হাজারের মাইলফলক প্রতিষ্ঠা করলেন তিনি। ক্রিকেট ইতিহাসে কুকের এই ব্রিটিশ আধিপত্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান করতে ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক সময় নিলেন মাত্র ১১ বছর ৩১২ দিন। যা সর্বকালের সেরা রেকর্ড। একই সঙ্গে এই ব্রিটিশ তারকা সব থেকে কম বয়সে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন।

২০০৬, ১ মার্চ ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল কুকের। এরপর দীর্ঘ একদশকেরও বেশি সময় ২২ গজের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। এক যুগে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন এই ওপেনার। টেস্ট ক্রিকেটে ৩২টি শতরান, ৫৫টি অর্ধ-শতরান তো আছেই। সম্প্রতি মেলবোর্নে কুকের দ্বিশতরানের ইনিংস রেকর্ড বুকে হার মানিয়েছে স্যার ভিভিয়ান রিচার্ডসকেও। আর সিডনিতে ১২ হাজার রান করে একে একে সর্বকালের মাস্টারদেরও পিছনে ফেলে দিলেন এই তারকা।

Related Posts

Leave a Reply