আলিবাবার কপাল পুড়তে চলেছে আমেরিকায় !

কলকাতা টাইমসঃ
চীনের অনলাইন টাইফুন আলিবাবাকে নিষিদ্ধ করার পথে হাটতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত, একই সঙ্গে চীনের আরও কিছু বড়ো মাপের চীনা অ্যাপ নিষিদ্ধ করারও প্রস্তুতি নিচ্ছেন তারা। এই সিদ্ধান্ত স্বভাবতই যথেষ্ট চিন্তায় রাখবে আলিবাবা কর্ণধার জ্যাক মাকে। চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
গতকাল অর্থাৎ শনিবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, ‘আমেরিকার জনগণের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। গত ৭ আগস্ট ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দেড় মাসের মধ্যে আমেরিকায় সম্পূর্ণ নিষিদ্ধ হবে টিকট। এমনকি কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।