বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো জি নেটওয়ার্কের সমস্ত চ্যানেল
কলকাতা টাইমসঃ
বাংলাদেশে জি নেটওয়ার্কের সমস্ত চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। সেদেশের তথ্য মন্ত্রকের নির্দেশেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কেবল অপারেটরস এসোসিয়েশন। যে কারণে মঙ্গলবার ঢাকায় জি নেটওয়ার্কের সমস্ত চ্যানেল বন্ধ থাকতে দেখা গেছে।
তবে তথ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, এই চ্যানেলে কোনো বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানতে চেয়ে নোটিশ জারি করা হয়েছে। সেদেশের তথ্যমন্ত্রী ড. মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। বন্ধ করা হয়েছে বিজ্ঞাপন। অন্যদিকে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, “জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।”