কাগজের অভাবে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত পরীক্ষা বাতিল শ্রীলংকায়
কলকাতা টাইমসঃ
কাগজের অভাবে অনির্দিষ্ট কালের জন্য স্কুল পড়ুয়াদের পরীক্ষা বাতিল করলো শ্রীলংকার শিক্ষাদপ্তর। জানা যাচ্ছে, প্রবল আর্থিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। ফুরিয়েছে বৈদেশিক মুদ্রার ভান্ডার, যে কারণে কাগজ আমদানি করতে পারছে না কলম্বো।
সে দেশের শিক্ষা দপ্তর জানাচ্ছে, কাগজের তীব্র ঘাটতির কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য নির্ধারিত সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, ‘বৈদেশিক মুদ্রার অভাবে কাগজ এবং কালি আমদানি করতে পারছে না তারা।