সব ভারতীয়ই বেকার মাইক্রোসফ্ট সংস্থা গিটহাবে
কলকাতা টাইমস :
এবার মাইক্রোসফ্টের অধীনস্থ কোম্পানি গিটহাব ১৪২ জন ভারতীয় কর্মী সহ গোটা ইঞ্জিনিয়ারিং টিমকেই বরখাস্ত করল।
কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কোম্পানির পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের জেরেই এই ছাঁটাই। সংস্থার মুখপত্র জানান, গিটহাব-এর মূল উদ্দেশ্য হল ডেভলপার এবং গ্রাহকদের জন্য এআই সমৃদ্ধ একটি সুসংহত ব্যবস্থা গড়ে তোলা।
গিটহাবে কর্মী সংখ্যা ছিল ৩ হাজার। কোম্পানির সিইও থমাস ডহমক বলেছেন, যেকোনও ব্যবসায় সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। সেই বৃদ্ধি যদি থমকে যায় তবে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শুধু ছাঁটাই নয়, নতুন কোনও নিয়োগ এই মুহূর্তে গিটহাব করবে না বলেও জানানো হয়েছে কোম্পানির তরফে।