আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ
কলকাতা টাইমসঃ
আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। আজ শনিবার বিকেলে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, এদিনই সমস্ত রাজ্যের মুক্ষমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানিয়ে দেন ৩০ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে চালু থাকছে লকডাউন। মুখমন্ত্রী এরপর জানান। সাধারণত জুন মাস থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পরে যায়। অনেক সময় বেশি মাত্রায় গরম পড়লে এপ্রিল মাসেও ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। মমতা জানান, এক্ষেত্রে গরমের ছুটিকে একসঙ্গে করে দেওয়া হলো।