করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ !
কলকাতা টাইমসঃ
করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফিলিপিন্স। সম্প্রতি সেদেশের সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিন ছাড়া স্কুল কলেজ খুলে দিলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে তাদের দেশে। তিনি জানান, ভ্যাকসিন না আসা পর্যন্ত একজনও যদি স্নাতক না হতে পারে, তাহলেও বন্ধই থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখ্য, এখনও পর্যন্ত ফিলিপিন্সে ১৪,৬৬৯ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৮৮৬ জন মানুষের।