ভ্যাকসিন নষ্ট করলেই বরাদ্দ কমবে: হুঁশিয়ারি কেন্দ্রের
কলকাতা টাইমসঃ
‘ভ্যাকসিন নষ্ট করলে বরাদ্দ কমবে।’ বিনে পয়সায় করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের প্রতিটি রাজ্যকে এমনটাই হুঁশিয়ারি দিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আজ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন টাস্ক ফোর্সের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। প্রসঙ্গত, গতকালই প্রশ্নমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, আগামী ২১ জুন থেকে ১৮ উর্ধ ৭৫ শতাংশ দেশবাসীকে ফ্রি ভ্যাকসিন দেবে কেন্দ্র।
প্রতিটি রাজ্যের জনসংখ্যা, সংক্রমনের হার এবং টিকাকরণের অগ্রগতির ভিত্তিতে এখন থেকে টিকা বরাদ্দ করা হবে। এই বিষয়টিই এদিন নির্দেশিকার মাধ্যমে পরিষ্কার করে দেয় কেন্দ্র। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে দেশজুড়ে মোট ৪৪ লক্ষ ভ্যাকসিন যথাযথ রক্ষনাবেক্ষনের কারণে নষ্ট হয়েছে। গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে এই প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী।