সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ‘বিরোধী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ শক্তি’ তৃণমূলকে ফের বার্তা আলভার
কলকাতা টাইমস :
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ‘বিরোধী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ শক্তি’ তৃণমূল কংগ্রেসকে ফের অনুরোধ করলেন বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা । শনিবার একটি টুইটে প্রাক্তন কংগ্রেস নেত্রী আলভা লেখেন, ‘এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকা বিরোধীদের সাহায্য করবে না। এতে সুবিধা হবে শাসকদলেরই।’ আলভা তৃণমূলকে স্মরণ করিয়ে দেন, এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় রয়েছে। তৃণমূল সাংসদরা যাতে তাঁদের বিবেক অনুযায়ী ভোট দেন, নেতৃত্বকে সেই ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। আলভা সেই টুইটে উল্লেখ করেছেন, তৃণমূল বিরোধী গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ শক্তি।
উল্লেখ্য, তৃণমূলের অভিযোগ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও আলোচনা না করেই বিরোধী নেতৃত্ব উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে দিয়েছে। এর প্রতিবাদে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের ভূমিকা কী হবে, সেই নিয়ে ২১ জুলাই নেত্রী সাংসদদের সঙ্গে বৈঠক করেন। তারপর, সাংবাদিক সম্মেলন করে দলের সিদ্ধান্ত জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়