‘আমাজন মোটেই পৃথিবীর ফুসফুস নয়’! -ব্রাজিল প্রেসিডেন্ট
কলকাতা টাইমসঃ
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানাচ্ছেন, আমাজন ব্রাজিলের সার্বভৌম অংশ। এই রেইনফরেস্ট’কে মানবজাতির ঐতিহ্য ও পৃথিবীর ফুসফুস হিসেবে ধারণা করা ভুল। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।
আমাজনের দাবানল নিয়ন্ত্রণে তার দেশ ব্যর্থ, এই ধরণের খবরকে ভ্রান্ত এবং উত্তেজনাপূর্ণ বলে অভিযোগ করেন জাইর বোলসোনারো। সাহায্য করার বদলে কিছু দেশ আমাজনের দাবানল নিয়ে অসম্মাজনক আচরণ করছে বলেও তার অভিযোগ।