আমাজনে এবার ৩০ টাকার নারকেলের মালা ১৩০০ টাকায় !
কলকাতা টাইমস :
নারকেলের মালা কখনও কিনেছেন? বিশেষত কোনো বাঙালিকে এই প্রশ্ন তার জবাব হবে দূর… তাও আবার কেউ কেনে নাকি ! তাও আবার ১৩০০ টাকায়। অনলাইন বিপণী সংস্থায় ওই দামেই বিক্রি করছে অর্ধেক নারকেলের মালা। তা দেখে বেহুঁশ হওয়ার জোগাড় গ্রাহকদের। কারণ একটা নারকেলের দাম মেরে-কেটে ৩০-৪০ টাকা। আর তার খোলাই কিনা ১৩০০!
আমাজনে ১২৯০ টাকা থেকে ১৩৬৫ টাকা পর্যন্ত অর্ধেক নারকেলের খোলা বিক্রি হচ্ছে। এ খবর প্রকাশ্যে আসতে তা সোশাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে আমাজন কর্তৃপক্ষের চোখ এড়িয়ে অবাধে বিক্রি হচ্ছে এমন প্রোডাক্ট?আমাজনের এমন উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন তারা। যদিও সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি এখনও। এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন গ্রাহকরা