January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

রেলের সঙ্গে প্রথম ই-কমার্স সংস্থা  

[kodex_post_like_buttons]
কলকাতা, টাইমস :
বিশ্বের কাছে ভারতীয় রেল তার ব্যাপ্তি তথা গ্রাহক সেবার জন্য সেরার দাবি রাখে। সেই ঐতিহ্যশালী নেটওয়ার্কের সঙ্গে এবার প্রথম ই-কমার্স সংস্থা হিসাবে নাম জুড়ল অ্যামাজন ইন্ডিয়ার। ভারতীয় রেলওয়ের শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে  প্যাকেজগুলির নির্ভরযোগ্য এবং দ্রুত পরিবহনের কাজ আরও শক্তিশালী করতে অ্যামাজন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (অ্যামাজন ইন্ডিয়া) এবং ভারতীয় রেলপথ মন্ত্রক একটি মৌ (এমওইউ) স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের অংশ হিসাবে, অ্যামাজন ইন্ডিয়া এবং ভারতীয় রেল যৌথভাবে একটি অরিজিন-ডেস্টিনেশন পেয়ারের জন্য হাব এবং স্পোক মডেল স্থাপনের লক্ষ্যে কাজ করবে এবং নেটওয়ার্ক জুড়ে একে বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব রকম সুবিধা প্রদান করবে।
ভারতীয় রেলের সঙ্গে আমাদের সম্পর্ক ভারতের অর্থনৈতিক উন্নতির দিকে এক অনন্য উদ্যোগ। এটি ভারত জুড়ে আমাদের গ্রাহকদের দ্রুত এবং নির্ভরযোগ্য সরবরাহের কাজ আরও সহজ করবে। ২০১৯ সাল থেকে, আমরা একটি উদ্ভাবনী লজিস্টিক মডেল তৈরি করতে সহযোগিতা করেছি যা ভারতীয় রেলের বিশাল এবং নির্ভরযোগ্য ব্যবস্থার সঙ্গে অ্যামাজনের ই-কমার্স দক্ষতাকে একত্রিত করে। আমরা আমাদের গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলের পাশাপাশি আরও উদ্ভাবন চালানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বললেন অ্যামাজন ইন্ডিয়ার অপারেশনস ভাইস প্রেসিডেন্ট অভিনব সিং।

Related Posts

Leave a Reply