বিশ্বকাপ দলে ডাক না পেয়ে অভিমানে অবসর অম্বাতি রায়ডুর !
কলকাতা টাইমসঃ
অভিমানে অবসরটাই নিয়ে নিলেন অম্বাতি রায়ডুর। এমনিতেই অভিমান ছিলো বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায়। তার ওপর শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্কর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ভাগ্য খোলেনি রায়ডুর। প্রথমে দলে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ, পরে একটিও একদিনের ম্যাচ না খেলা মায়াঙ্ক আগারওয়াল। ঠিক সেই কারণেই সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন অম্বাতি রায়ডু।
ভারতের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ খেলেছেন রায়ডু। করেছেন ১৬৯৪ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১০টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ১২৪। শেষ খেলেছেন মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৫০ টি একদিনের ম্যাচ খেলা আম্বাতির পরিবর্তে অনভিজ্ঞ মায়াঙ্কের দলে সুযোগ পাওয়াটা মেনে নিতে পারেননি অন্ধ্রপ্রদেশের এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেন রায়ডু।