আমেরিকা ও ইসরায়েলকে যোগ্য জবাব দেওয়া হবে -ইরান
নিউজ ডেস্কঃ
ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি এবার হুঁশিয়ারি দিয়ে বসলেন আমেরিকা ও ইসরাইলকে। তিনি জানিয়েছেন, ইরানের পরমাণু সমঝোতাকে দুর্বল করা এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের যে পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে তার যথাযথ জবাব দেওয়া হবে। গতকাল তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের ফিলিস্তিন বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি।
আলী লারিজানি বলেন, আমেরিকা ও ইসরায়েলের জানা উচিত ইরানের পরমাণু কর্মসূচি এবং ফিলিস্তিনি ইস্যুতে তাদের পদক্ষেপকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, মার্কিন সরকার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণ রকম সংকটে ভুগছে এবং তাঁরা আন্তর্জাতিক ইস্যুগুলোতে অপরিপক্ক ও হঠকারি সিদ্ধান্ত নিচ্ছে।
এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে আলী লারিজানি বলেন, ফিলিস্তিনিরা প্রতিরোধ না করলে ইসরাইল এতদিনে আরব দেশগুলো দখল করে নিত। উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেম শহর দখল করে নেয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক মহল এই দখলদারিত্বকে স্বীকৃতি না দিলেও গত ডিসেম্বরে ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তরের কথা ঘোষণা করেন যা ১৪ মে বাস্তবায়িত হয়।