আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে আত্মরক্ষার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার !
কলকাতা টাইমসঃ
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে বলে চরম হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে রীতিমতন হুমকির সুরে সতর্ক করে দেন। আজ অর্থাৎ মঙ্গলবার কিম ইয়ো জং কঠিন হুঁশিয়ারির সঙ্গে জানান, এর পরিণতি হিসেবে এই দুই বন্ধু দেশকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
ভাই কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে বর্তমানে ক্রমাগত চিঠি আদান-প্রদানের মাদ্যমে দুই দেশের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তারই মধ্যে কিম ইয়ো জংয়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।