November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বের কাছে একঘরে হয়ে পড়তে পারে আমেরিকা -বুশ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হুঁশিয়ার করে দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কী সেই হুঁশিয়ারি? জর্জ বুশ জানান, ‘গোটা বিশ্বের কাছে একঘরে হয়ে পড়তে পারে আমেরিকা।’ পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র এখন বিশ্বে একঘরে হওয়ার বিপদের মুখে রয়েছে।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য অপরিহার্য কিন্তু একাকী হয়ে পড়ার বিপদ বাড়ছে।’ গত শুক্রবার, ১১ মে ২০১৮ আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুশ এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন যেসব প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন বুশ হলেন তাদের অন্যতম। এর আগে আরেক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে।

গত মঙ্গলবার, ৮ মে ২০১৮ ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করে। সারা বিশ্ব বিশেষ করে ইউরোপের মিত্রশক্তি মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তবে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছেন তিনি।

 

Related Posts

Leave a Reply