March 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

যেকোনো দিন দেওলিয়া হয়ে যেতে পারে বিশ্বের সব বিত্তশালী দেশ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

চিন-মার্কিন শুল্কনীতির ঝগড়ায় আন্তর্জাতিক শেয়ার বাজারে পাহাড় প্রমাণ ধস নেমেছে। যার জেরে বিশ্ব জুড়ে ফের নতুন করে আর্থিক মন্দার অশনি সঙ্কেত দেখা দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের ঘোষণা সেদেশের শেয়ার বাজার থেকে প্রায় ৪ লক্ষ কোটি ডলার উধাও হয়ে গিয়েছে। এমনকী ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু টেসলা মালিক ইলন মাস্কের পকেট থেকেও বিশাল পরিমাণের ডলার খসে গিয়েছে। চার বছরের মধ্যে সবথেকে খারাপ বাজার শুরু হয়েছে সোমবার। আনুমানিক ১৫ শতাংশ মন্দায় চলছে তাঁর শেয়ার।

ওয়াল স্ট্রিটের সার্বিক পতনের ফলাফলেই টেসলার শেয়ারে পতন নেমেছে। যদিও টেসলা মালিক মাস্ক এখনও অটুট রয়েছেন। বিনিয়োগকারীদের তিনি আশ্বস্ত করে বলেছেন, কোম্পানির দীর্ঘমেয়াদি উন্নয়ন এখনও মজবুত রয়েছে। তিনি বলেন, অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলবেই। আর্থিক বিশেষজ্ঞদের অনুমান, ট্রাম্পের ঘোষিত কিছু নীতির ফলেই বাজারে এক বিশাল অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক বিনিয়োগকারীই ফের বিশ্বজুড়ে আর্থিক মন্দার উৎকণ্ঠায় ভুগছেন।

এই আবহে পড়ছে শেয়ার বাজার। এর জেরে বিগত কয়েকদিনে মার্কিন শেয়ার বাজার থেকে হাওয়া হয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার। পার্শ্বফল হিসেবে ভারতীয় শেয়ার বাজারেও প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার এমনিতেই রেড লাইনে শেষ হয়েছিল সেনসেক্সের যাত্রা। আর মঙ্গলবার সকালে সেনসেক্স প্রায় ২০০ পয়েন্ট পড়েছে। একটা সময় যেখানে সেনসেক্স ৮৬ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই ছিল, সেই সূচক আজ ৭৩ হাজারে গিয়ে ঠেকেছে। মূলত বিদেশি বিনিয়োগকারীরা ভারতের থেকে টাকা তুলে নিচ্ছে। এদিন সকালে সেনসেক্সের সূচক ২০০ পয়েন্ট কমে যায়। অন্যদিকে, নিফটি ২২,৪০০-র নীচে চলে গিয়েছিল। ইন্দানইন্ড ব্যাঙ্কের রক্তক্ষরণ সবথেকে বেশি হয়েছে। তাদের শেয়ার দর প্রায় ২০ শতাংশ পড়ে গিয়েছে ও ইনফোসিসের ৪ শতাংশ দর পড়েছে।

Related Posts

Leave a Reply