চীনের পর এবার টার্গেট তুরস্ক, পণ্যের ওপর কর দ্বিগুন করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
চীনের পর এবার তুরস্কের সঙ্গে বাণিজ্যযুদ্ধে অবতীর্ণ হলো আমেরিকা। তুরস্ক থেকে আমদানি করা পণ্যের ওপর দ্বিগুণ ট্যাক্স বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তে তুরস্ক থেকে আমাদনি করা অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ করে কর নির্ধারণ করা হয়েছে।
ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাশিয়ার পণ্যেও বাড়তি শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তবে বিশ্লেষকরা মনে করছেন, ডলারে কথা বললেও বাস্তবে এর পেছনে উভয় দেশের দ্বন্দ্বই কাজ করছে।