গরিব দেশগুলোকে ঢালাও টিকা দানের ঘোষণা আমেরিকার
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকাকে এক্ষেত্রে প্রধান্য দেওয়া হবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা বিতরণের ক্ষেত্রে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, মানুষের জীবন বাঁচাতে আমরা এই টিকা সরবরাহ করছি। সারাবিশ্ব থেকে এই মহামারির অবসান ঘটানো আমাদের লক্ষ্য। আমাদের মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপনের জন্য এটি করছি।
হোয়াইট হাউসের করোনা মোকাবিলার সমন্বয়ক জেফ জেইন্ট সাংবাদিকদের জানিয়েছেন, এই উদ্যোগের প্রথম আড়াই কোটি ডোজ সরবরাহের প্রক্রিয়া চলমান আছে। প্রেসিডেন্ট জো বাইডেনর অঙ্গীকার মোতাবেক এ বছরের জুন মাসের শেষ নাগাদ আট কোটি ডোজ সরবরাহ নিশ্চিত করব।