যুদ্ধ বাঁধাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা -অভিযোগ উত্তর কোরিয়ার
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে বাধিয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগ আনলো। ‘উত্তর কোরিয়ায় আক্রমণের লক্ষে জাপানে মার্কিন সেনা মহড়া শুরু করছে’ -দক্ষিণ কোরিয়ার রেডিওতে এই খবর প্রকাশ হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে উত্তর কোরিয়া।
‘ফিলিপাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ইউনিট নিয়ে আসা হয়েছে’ -বলে খবর প্রকাশ করেছে কোরিয়ান সংবাদমাধ্যম। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘আমেরিকা হাসি মুখে আলোচনাও করছে আবার হত্যার জন্য বিশেষ ইউনিটের গোপন মহড়াও চালাচ্ছে। এই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’ গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে পর দুই দেশের শীর্ষ পর্যায়ে বহু বৈঠক হয়েছে।