৮০০ চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে চীনা পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্ত নিলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইতিমধ্যেই চীনা পণ্যের ওপর শুল্কারোপের একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন।
এই শুল্ক কার্যকর হলে আমেরিকার হাতে বাড়তি ৪০ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আসতে পারে। খসড়া তালিকায় বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৮০০ টি পণ্য রয়েছে। এদিকে চীন সরকারের শীর্ষ কূটনীতিক স্টেট কাউন্সিলর ওয়াং জি বলেছেন, ট্রাম্প যদি শুল্ক নিয়ে অগ্রসর হয় তবে তার দেশও প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন নতুন করে বাণিজ্য শুল্ক নিয়ে চিন্তা করলে তারাও এর জবাব দিতে প্রস্তুত।
ওয়াং বলেন, বাণিজ্য ইস্যুতে চীনের দু’ধরনের পছন্দ রয়েছে। প্রথমত সহযোগিতা ও উভয়পক্ষের লাভ। দ্বিতীয়ত বিরোধিতা এবং উভয়পক্ষের ক্ষতি। চীন প্রথমটাকে পছন্দ করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বাণিজ্য ঘাটতি কমাতে চীনের পণ্য ক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে নতুন করে শুল্কারোপের এই পরিকল্পনা করছে আমেরিকা।