নতুন করে চীনের ২৭৯টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন। এবার চীনের ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হলো। এই সব পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্কারোপ করা হয়েছে।
সিএনএন জানাচ্ছে, মোটরসাইকেল, গতি নির্ধারন করার কাঁটা ও অ্যান্টেনা সহ মোট ২৭৯টি পণ্যের ওপর এই কর ধার্য করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে এটি কার্যকর হবে। এর আগে জুলাই মাসে চীনের ৩৪ বিলিয়ন ডলার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শুল্কারোপের ফলে মার্কিন পণ্যবাজারে ভোক্তাদের অতিরিক্ত মূল্য গুনতে হবে এমন আশঙ্কার পরও ট্রাম্প প্রশাসন তার অবস্থানে অনড় রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, আমেরিকার সঙ্গে চীন অন্যায় ভাবে বাণিজ্য করছে। আমেরিকায় চীন বিপুল পরিমান রপ্তানি করলেও চীনের বাজারে মার্কিন পণ্য প্রবেশের অনুমতি সীমিত। চীন পাল্টা অভিযোগ করে মার্কিন পণ্যেও বাড়তি শুল্কারোপের হুমকি দিয়ে রেখেছে বেজিং।