চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে জাপানের একটি দ্বীপের দখল নিলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া চালালো মার্কিন সেনা। ভারত এবং প্রশান্ত মহাসাগরে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে জাপানের একটি দ্বীপ দখল করলো তারা। মহড়া চালার সময় রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমানের সহযোগিতা নেওয়া হয়।
দখল করে নেওয়া জাপানের দ্বীপটির নাম লি জিমা দ্বীপ। বিরোধী সেনা ঘাঁটি দখলের অভিযান হিসেবে পরিচিত এক্সপিডিশন ‘অ্যাডভানস বেজ অপারেশন’ নামের এই মহড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর চালায়নি আমেরিকা। দ্বীপটিতে মার্কিন এফ-৩৫বি যুদ্ধবিমান এবং সি-১৩০ সুপার হারকিউলিস বিমান অবতরণের পরিকাঠামো তৈরি করা হচ্ছে।