বেজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের ক্ষমতা রাখে আমেরিকা !
নিউজ ডেস্কঃ
দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখল করে নেওয়ার ক্ষমতা আমেরিকার আছে বলে পরোক্ষ হুমকি দিলো পেন্টাগন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা জানান আমেরিকার এক সেনা কর্তা। পেন্টাগনের লেফটেনেন্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি পরোক্ষ এই হুমকি দেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, আপনার প্রশ্নের জবাবে কেবল বলতে চাই যে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছোট ছোট দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতা আমেরিকার আছে।
এরপর তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে দূরবর্তী ছোট ছোট নিঃসঙ্গ দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতাও মার্কিন সেনাবাহিনীর আছে। অবশ্য, পরে এক বিফ্রিংয়ে তিনি তার বক্তব্য হালকা করে তুলে ধরার চেষ্টা করেন। তিনি দাবি করেন কেবলমাত্র ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে চীনকে কোনো বার্তা দেওয়া হয়নি। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন-বেজিংয়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা তুঙ্গে উঠছে তখন এই ধরণের বক্তব্য যথেষ্ট গুরুত্ব বহন করে।