আমেরিকা এখন বিচ্ছিন্ন একটি দেশ -রুহানি
কলকাতা টাইমসঃ
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিচ্ছিন্ন একটি দেশ। এমনকি নিজের মিত্র দেশগুলোর সঙ্গেও দেশটির বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আর ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই এ বিচ্ছিন্নতার সূচনা বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যে সময়ে আমেরিকা তার মিত্র দেশের কাছে সময়ের থেকে বেশি বিচ্ছিন্ন। এর আগে গত মে মাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও ঘোষণা করেন তিনি।