পাকিস্তানের প্রতি পক্ষপাতদুষ্ট আমেরিকা -পারভেজ মোশারফ
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। ভয়েস অফ আমেরিকা নামে একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারত যে পরমাণু অস্ত্রের হুমকি দেয় তা নিয়ে একবারও কেউ কোনও প্রশ্ন তোলে না। অথচ পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করলেই বার বার এই নিয়ে প্রশ্ন তোলা হয়। আমেরিকার উচিত ভারতকে থামতে বলা। আমরা সবসময় আমাদের পরিকল্পনা সর্বসমক্ষে প্রকাশ করে থাকি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মোশারফ বলেছেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী এবং মনমোহন সিং দু’জনের সঙ্গেই কথা বলেছি আমি। তারা শাস্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইতেন। কিন্তু মোদি আলোচনার কোনও উদ্যোগই নেননি।’ মোদি শান্তি স্থাপন চায় না। শুধু আধিপত্য বিস্তার করতে চায় বলেও অভিযোগ করেছেন মোশারফ।