মেক্সিকো সীমান্ত সিল করে দিতে চলেছে আমেরিকা !
কলকাতা টাইমসঃ
আগামী সপ্তাহেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে মেক্সিকো সীমান্ত। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, বিশেষজ্ঞদের ধারণা এই পদক্ষেপ উভয় দেশের অর্থনীতিতেই বড়োসড়ো আঘাত হানবে। ট্রাম্প বলেন, মেক্সিকোর সঙ্গে সবধরনের বাণিজ্যই বন্ধ করে দেওয়া হবে। আমরা দীর্ঘ দিনের জন্য সীমান্তটি বন্ধ রাখবো।
ট্রাম্প দীর্ঘ দিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই সীমান্তে একটি দীর্ঘ দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। আগে তিনি বারবার এই সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কিন্তু এবার তিনি নির্দিষ্ট সময় বেঁধে দিলেন। এটাই আশঙ্কার। আমেরিকা ও মেক্সিকোর মধ্যে প্রতিদিন গড়ে ১.৭ বিলিয়ন ডলার পণ্যের কেনাবেচা হয়।