বিশ্বের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আমেরিকা !
কলকাতা টাইমসঃ
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে আমেরিকা নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মার্কিন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে চীনও। তবে অনেকটা উপহাস করে, পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নাম প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ইসরাইলের সমালোচনা করায় আমেরিকা একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের সর্বময় কৰ্তা কেনেথ রোথ। তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উত্তর কোরিয়া, মিয়ানমার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার মত দেশগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন কেবল ইসরাইলের স্বার্থই বিবেচনা করছে।
মানবাধিকার পরিষদ ইসরাইলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তারা একপক্ষকে খুশি করতে গিয়ে সারা দুনিয়ার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মার্কিন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে চীনও। বুধবার বেইজিং-এ নিয়মিত সংবাদ সম্মেলনে, এ পরিষদকে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ কোরে এর প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান সেদেশের পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র।