প্রতিদিন ৩৭ লাখ গ্যালন দুধ ফেলে দিচ্ছে আমেরিকা: গুড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ ডিম
কলকাতা টাইমসঃ
মার্কিন মুলুকে করোনা ভাইরাসের থাবায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ। এরই মধ্যে প্রবল সমস্যায় সেদেশের ডেয়ারি ফার্মার এবং সাধারণ কৃষকরা।
ডেইরি ফারমার্স অব আমেরিকার তথ্যা বলছে, সেদেশে কৃষকরা প্রতিদিন ৩৭ লাখ গ্যালন দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। প্রতি সপ্তাহে গুড়িয়ে দেওয়া হচ্ছে ৭ লাখ ৫০ হাজার ডিম। আর মাঠের ফসল মাঠেই রেখে আসছে কৃষকরা।
কৃষকরা বলছেন, খাদ্য প্রক্রিয়াকরণ কম্পানিগুলি বন্ধ হয়ে যাওয়ায় তারা আর খাদ্য সরবরাহ করতে পারছেন না। ফলে তাদের এগুলো নষ্ট করে ফেলা ছাড়া কোনো উপায় নেই। জানা যাচ্ছে, সামান্য কিছু সংখ্যক জিনিসপত্র তারা বীণে পয়সায় তুলে দিচ্ছেন বিভিন্ন এনজিও সংস্থাকে।