ভারতের কাছে ২১,৬০০ কোটি ডলারের দেনা নিয়ে চিন্তায় আমেরিকা !
কলকাতা টাইমসঃ
বিশ্ব জুড়ে ঋণের দায়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমেরিকা। কেবল ভারতের কাছেই মোট ২১,৬০০ কোটি ডলার দেনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। যা মেটাতে যথেষ্ট নাস্তানাবুদ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সদ্য নির্বাচিত বাইডেন প্রশাসন। প্রসঙ্গত আমেরিকাকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিবেচনা করা হয়। তাদের এই অবস্থার কথা সামনে আসায় স্বভাবতই চিন্তিত আরও কিছু প্রভাবশালী রাষ্ট্র।
জানা যাচ্ছে, সবমিলিয়ে আমেরিকার দেনার পরিমাণ প্রায় ৩ লক্ষ কোটি ডলার। মার্কিন পার্লামেন্টের এক সদস্য অ্যালেক্স মুনিরের বক্তব্য, আমেরিকা সবথেকে বেশি দেনা করেছে চীন এবং জাপানের কাছে। তাদের কাছে প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ধার রয়েছে বলে জানা যাচ্ছে।