আমেরিকা, রাশিয়া এবং ইজরাইলে ব্যবহার করা যায়না ‘পেগাসাস’: এটাই ‘গোল্ডেন রুল’ !
কলকাতা টাইমসঃ
আমেরিকা, রাশিয়া এবং ইজরাইলে ব্যবহার করা যায়না ‘পেগাসাস’ স্পাইওয়ার। কেন? কারণ, এটাই নাকি কোম্পানির স্টেট্ সিক্রেট বা রাষ্ট্রীয় গোপনীয়তার অঙ্গ। যাকে ‘গোল্ডেন রুল’ বলে অবিহিত করছে পেগাসাস নির্মাতা ইজরায়েলি সংস্থা এনএসও।
লন্ডনের দা গার্ডিয়ান পত্রিকার অন্তর্তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এমনকি জানা যাচ্ছে, এনএসওর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে ইজরায়েল সরকার। ২০১১ সালে পেগাসাসের প্রথম ক্রেতা হলো মেক্সিকো। এনএসও জানিয়েছে, ইতিমধ্যেই ৪০টি দেশের ৬০টি সরকারি প্রতিষ্ঠান তাদের ক্রেতা হিসেবে চিহ্নিত হয়েছে। সফটওয়্যারটির অপব্যবহার হয়েছে কি না তা জানতে ইসরায়েল সরকার এরইমধ্যে তদন্ত শুরু করেছে।