October 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

মার্কিন ধাক্কা ইমরানকে, পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করলো আমেরিকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ল্প কিছুদিন হলো পাকিস্তানে ক্ষমতায় এসেছেন ইমরান খান৷ এর মধ্যেই আমেরিকার তরফ থেকে বড় রকমের ধাক্কা খেলো পাকিস্তান৷ তাও আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ইমরানের সাক্ষাতের আগেই৷ পাকিস্তানকে সমস্ত রকমের অর্থ সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিল মার্কিন সেনা৷ মার্কিন মুলুক থেকে যে ৩০০ মিলিয়ন ডলার ইসলামাবাদকে দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হবে না৷ এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা৷

অর্থ সাহায্য বন্ধের কারণ হিসেবে জঙ্গিদমনে ইতিবাচক ভূমিকা পালনে ইসলামাবাদ ব্যর্থতাকেই দায়ী করা হয়৷ পেন্টাগনের এক মুখপাত্র কে ফউলকনর সংবাদসংস্থা পিটিআইকে জানান, জঙ্গিদমনে ইসলামাবাদ কড়া ব্যবস্থা না নেওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা৷ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে প্রথমে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা জানায় আমেরিকা৷ দুটি কিস্তিতে এই অর্থ দেওয়ার কথা ছিল৷ কিন্তু জঙ্গিদমনে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্য বন্ধ করে দেয় তারা৷

এবার দ্বিতীয় কিস্তির ৩০০ মিলিয়ন ডলারও খোয়াতে চলেছে ইসলামাবাদ৷ জানা গেছে, মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস পাকিস্তানকে অর্থ সাহায্যের ব্যাপারে আগ্রহী ছিলেন না৷ তাই প্রথম কিস্তির অর্থ সরবরাহ করা হয়নি পাকিস্তানকে৷ এবার দ্বিতীয় কিস্তির টাকা না দেওয়ার ব্যাপারে মার্কিন সেনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে৷

 

Related Posts

Leave a Reply