দাউদকে পাকড়াও করতে ভারতকে সাহায্য করবে আমেরিকা
কলকাতা টাইমসঃ
মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম ও হাফিজ সাইদকে খুঁজে বের করতে ভারতকে সাহায্য করবে আমেরিকা। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রান্তকারী ছিলেন দাউদ ইব্রাহিম ও হাফিজ সাইদ। ইতিমধ্যেই দাউদ ইব্রাহিমের মাথার দাম ধার্য হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে যে শুধু এই দুই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশ একত্রিত হয়েছে, তা নয়। আল কায়দা, আইএস, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, তেহরিক-ই-তালিবান, ডি-কোম্পানি ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীকেও গোড়া থেকে উপড়ে ফেলার জন্য জোটবদ্ধ হয়েছে ভারত ও আমেরিকা। এর জন্য দরকার পড়লে পাকিস্তানের উপর আরও চাপ বাড়াবে তারা।
বৃহস্পতিবার ভারত ও আমেরিকার মধ্যে ‘টু প্লাস টু’ মডেলের এক আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামরিক সমঝোতা আরও মজবুত করার ব্যাপারে বদ্ধপরিকর হয় দুই দেশ। দিল্লিতে একটানা তিন ঘণ্টার বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে পাশে বসিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সঙ্গে ছিলেন দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা।