আত্মহত্যা করলেন আমেরিকার সেলিব্রেটি শেফ অ্যান্থনি বোর্ডিয়ান ! – KolkataTimes
May 7, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

আত্মহত্যা করলেন আমেরিকার সেলিব্রেটি শেফ অ্যান্থনি বোর্ডিয়ান !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আমেরিকার সেলিব্রেটি শেফ, লেখক, টিভি ব্যক্তিত্ব অ্যান্থনি বোর্ডিয়ান শুক্রবার আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ফ্রান্সে নিজের হোটেলের রুমে বোর্ডিয়ানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন-এ তার ‘পার্টস আননোন’ শো-টি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সিএনএনে তার সহকর্মী কারেন রেনোল্ডস বলেন, এই খবরে আমরা বিস্মিত। এটা কীভাবে সম্ভব হতে পারে। গত সপ্তাহেও তার সঙ্গে কাজ করেছি। তখনো তিনি অনেক চনমনে ছিলেন। গত ৩ জুন প্রচারিত শো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছিলেন তিনি।

সেই এপিসোডটি পরিচালনা করেছিলেন অ্যান্থনি বোর্ডিয়ানের প্রেমিকা ইতালীয় অভিনেত্রী এশিয়া আর্জেন্টো। তিনি এক বিবৃতিতে জানান, ‘তিনি যা করতেন নিজের সবটুকু উজাড় করে দিতে।তিনি ছিলেন মেধাবী এবং ভয়হীন এক সত্তা। বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। তার উদারতার কোনো সীমা ছিল না। এই খবরে আমি বিপর্যস্ত হয়ে পড়ছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’

 

Related Posts

Leave a Reply