February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দৃশ্যমান এই প্রাকৃতিক ‘কিলার’ হানায় দিশেহারা বিজ্ঞানীমহল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কার্যত করোনাকে অদৃশ্য শত্রু বলাই ভালো। যাতে বিপর্যস্ত গোটা বিশ্ব। নিজেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলে প্রতিপন্ন করা আমেরিকা এর ঘায়ে কুপোকাত ।  ইতোমধ্যে এই ভাইরাসের থাবায় বেসামাল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়েছে ১২ লাখ ২২ হাজার ৭০০ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭০ হাজারেরও বেশি ।  এছাড়া আশঙ্কাজনক অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৬ হাজার ৫০ জন।

‘অদৃশ শত্রু’ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে এখনও পেরে ওঠার মতো কোনও কার্যকরী পন্থা বের করতে পারেনি আমেরিকা।  এর মধ্যেই দৃশ্যমান এক প্রাকৃতিক শক্তির মোকাবেলা নিয়ে শঙ্কিত আমেরিকা । সেটি হচ্ছে, ভিমরুল, যা ‘মার্ডার (কিলার) ভিমরুল’ হিসেবে পরিচিত।

করোনার মধ্যেই ওয়াশিংটনে এশিয়ান জায়ান্ট হরনেটস (মার্ডার ভিমরুল) এর দেখা পাওয়া গেছে।  এর ফলে বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভিমরুল পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বাস করে, যেখানে এগুলোর আক্রমণে প্রতি বছর বেশ কিছু মানুষের মৃত্যু হয়।

দুই ইঞ্জি বা ৫ সেন্টিমিটার আয়তনের এই ভিমরুল মানুষের জন্য ভীষণ বিপজ্জনক।  এর বিষাক্ত হুল ফুটলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।  এছাড়া এরা মৌমাছিকে ধ্বংস করে। মৌমাছিকে ধরে নিয়ে গিয়ে এরা বাচ্চাদের খাওয়ায়।

Related Posts

Leave a Reply