আমেরিকায় ঘড়ির কাটা একঘন্টা এগিয়ে আনা হবে আগামীকাল
নিউজ ডেস্কঃ
আমেরিকায় ঘড়ির কাঁটা আগামী কাল রবিবার থেকে এক ঘণ্টা এগিয়ে দেওয়া হচ্ছে। দিনের আলোকে কাজে লাগাতে আমেরিকার অধিকাংশ জায়গায় ঘড়ির কাঁটা রাত ২ টোর সময় এক ঘণ্টা এগিয়ে ৩ টে বাজানো হবে। প্রায় একশ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে সেদেশে। একে বলা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৪ নভেম্বর (রবিবার) রাত ২টা পর্যন্ত।
গ্রীষ্মকালে দিন বড় হয়। এই জন্যে ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সকলের ধারণা। নতুন এই সময়সূচি চালুর ফলে ভারতে যখন বেলা সাড়ে-এগারোটা বাজবে নিউইয়র্কে তখন রাত দু’টো হবে।